Principal (MD. SYEDUR RAHMAN) Message

Principal (MD. SYEDUR RAHMAN) Message

নজিপুর সরকারি কলেজ নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে এটি অবস্থিত। পত্নীতলা, ধামুইরহাট, বদলগাছী এলাকার ছেলে-মেয়েরা এখানে বেশি ভর্তি হয়ে থাকে। এই কলেজের ছাত্র-ছাত্রীরা ক্লাস করতে অনেক বেশি আগ্রহী। যে কারণে ক্লাসে উপস্থিতির হার অনেক বেশি। এই কলেজে ০৬টি বিষয়ে অনার্স কোর্স চালু রয়েছে। বর্তমানে একটি ৬তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মানের কাজ চলছে। এই ভবনটি চালু হলে আমাদের শ্রেণি কক্ষ সংকট অনেকাংশে লাঘব হবে। কলেজে একটি ছাত্রাবাস রয়েছে। একটি মহিলা হোস্টেল স্থাপনের জন্য জোর প্রচেষ্টা চলছে। মহিলা হোস্টেল হলে এই অঞ্চলের মেয়েদের আবাসন সংকট যেমন দূর হবে তেমনি নারীশিক্ষার হার ও মান দুটিই বৃদ্ধি পাবে।